প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024 ইং || প্রকাশের তারিখঃ ২১ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ইং
মুরিদ সন্তানদের জমি দখল করে আজও ভোগ করছে দেওয়ানবাগির ছেলেরা
দৈনিক বেলা বার্তা
ডেস্ক রিপোর্ট
নূর মোহাম্মদ পাটোয়ারী যিনি দেওয়ানবাগির মুরিদ ছিলেন বর্তমানে সে মৃত ২০১৭ এর জুন মাসে তিনি মারা যান। তিনি
মারা যাবার পরে তাহার সন্তান মোঃ রিয়াজ উদ্দিন পাটোয়ারী দেখতে পান যে তাহার বাবা নূর মোহাম্মদ পাটোয়ারীর নামে নারায়ণগঞ্জ দেওয়ানবাগির আন্ডারে ১২ শতাংশ জায়গা আছে যাহা তিনি ক্রয়সুত্রে মালিক।
তারপর মোঃ রিয়াজ উদ্দিন পাটোয়ারী তাহার বাবার নামের ৪ শতাংশ জায়গা তার দুই ভাইয়ের নামে নামজারি করেন।
তারপর রিয়াজ উদ্দিন পাটোয়ারী দেওয়ানবাগির সন্তানদের কাছে জমি বিক্রয় এর প্রস্তাব নিয়ে যান।
দেওয়ানবাগির সন্তানরা তাদের আজ না কাল বলে শুধু ঘুরাচ্ছে এবং জমিও তাদের বুঝিয়ে দিচ্ছে না।
আজকে প্রায় ২ বছর যাবত তারা মুরিদ সন্তানদের ঘুরাচ্ছে।
মোঃ রিয়াজ উদ্দিন পাটোয়ারীর বাবার নামে যে বাকি ৮ শতাংশ জায়গা আছে তাহা দেওয়ানবাগি সন্তানেরা ভোগ দখল করে আসছে এবং তা মুরিদ সন্তানদের বুঝিয়ে দিচ্ছে না।
ভুক্তভোগী রিয়াজ উদ্দিন পাটোয়ারী বেলা বার্তা কে জানান যে তাদের নিকট গেলে বা ফোন করলে তারা বিভিন্ন অজুহাতে রিয়াজ উদ্দিন এর সাথে দেখা করতে চান না।
রিয়াজ উদ্দিন পাটোয়ারী আরও বলেন শাওন নামে দেওয়ানবাগির একজন পি এস এর যার ফোন নাম্বার দেওয়ানবাগির ছেলে তাকে দেয় এবং তার সাথে যোগাযোগ করতে বলে কিন্তু রিয়াজ উদ্দিন যোগাযোগ করে কিন্তু সে ও তাকে আজ না কাল কাল না পরশু বলে ঘুরাতে থাকে।
দেওয়ানবাগির ছেলেদের নাম্বার রিয়াজ উদ্দিন কে কেও দেয় না। এমতাবস্থায় রিয়ায উদ্দিন খুবই বিপদে আছে।
তার বাবার এটুকু সম্পতই রেখে গেছে যা এখন দেওয়ানবাগির দখলে ।
রিয়াজ উদ্দিন চান তার বাবার জমি সংক্রান্ত বিষয় যেন দ্রুত সমাধান হয় ।এ বিষয়ে আইনের দৃষ্টি আকর্ষণ করছি।
এবং দেওয়ানবাগির বিরুদ্ধে আইনানুগ ববস্থা গ্রহন করা হোক।
তার ছেলেদের এহেন কাজকর্ম সমাজের জন্য ভালো কিছু বয়ে আনবে না। তারা ( দেওয়ানবাগিরা) চায় মুরিদের জমি তারা দখল করে নিতে।
© দৈনিক বেলা বার্তা