প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024 ইং || প্রকাশের তারিখঃ ২৩ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ইং
ব্যস্ত জামালপুরের চাষিরা
১১ হাজার ৯৭০ হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষ
সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন জামালপুরের কৃষকেরা। ছবি: জাগো নিউজ
শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন জামালপুরের কৃষকেরা। চলতি বছরের অতিবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত চাষিরা এখন ক্ষতি পুষিয়ে নিতে শীতকালীন সবজি চাষে ঝুঁকছেন। এ পর্যন্ত ১১ হাজার ৯৭০ হেক্টর জমিতে চাষ হয়েছে। কিছুদিনের মধ্যে তাদের উৎপাদিত সবজি নামবে বাজারে। বাজারদর ভালো থাকলে বেশি লাভবান হওয়ার আশা করছেন সাধারণ কৃষকেরা।
সদর উপজেলার শরিফপুর, লক্ষ্মীরচর, তুলশিচরসহ বেশ কিছু ইউনিয়নের চরাঞ্চলের মাঠ ঘুরে দেখা যায়, শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন জেলার কৃষকেরা। যমুনা ও ব্রহ্মপুত্র পারের এ জেলার ভূমিবিন্যাস উর্বর হাওয়ায় বিশেষ করে জেলার চরাঞ্চল ও সমতল উপজেলায় প্রচুর শীতকালীন শাক-সবজি চাষ হয়।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় জেলায় শীতকালীন সবজির বাম্পার ফলন হবে বলে আশা করা যায়। প্রতি বছর জেলায় উৎপাদিত সবজি জেলার চাহিদা পূরণ করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার চাহিদা পূরণ করে থাকে।
জামালপুর থেকে জাকিরুল ইসলাম বাবু
© দৈনিক বেলা বার্তা