প্রিন্ট এর তারিখঃ Dec 22, 2024 ইং || প্রকাশের তারিখঃ ২৪ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ইং
কালাইয়ে শহীদ রিতার পরিবারের পাশে জয়পুরহাট জেলা প্রশাসক
সুকমল চন্দ্র বর্মন (পিমল)
কালাই, জয়পুরহাট।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ রিতা আক্তারের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী। এসময় তিনি উপহার সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করেন এবং শহীদ পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
শনিবার বিকেলে কালাই উপজেলার তালখুর গ্রামে গিয়ে জেলা প্রশাসক শহীদ রিতার পরিবারের সাথে সাক্ষাৎ করেন।
এসময় উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান, এনডিসি আব্দুল্লাহ আল মাহবুব।
এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় ছাত্র প্রতিনিধি তানিম সরকারসহ আরো অনেকে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় নিহত রিতা আক্তার জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়নের তালখুর গ্রামের আশরাফ আলীর মেয়ে। সে রাজধানীর মিরপুরের দুয়ারীপাড়া সরকারি কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।
উল্লেখ্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার মিরপুর-২ এলাকায় ওভারব্রিজের নিচে পুলিশের গুলিতে মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন কলেজছাত্রী রিতা আক্তার।
© দৈনিক বেলা বার্তা