প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024 ইং || প্রকাশের তারিখঃ ২৪ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ইং
নাসির উদ্দিন এর গণসংযোগ ও রাষ্ট্র কাঠামো গঠনের লিফলেট বিতরণ
মোঃ রুবেল আহমেদ
শিবচর প্রতিনিধিঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মাদারীপুরের শিবচরে জনসাধারনের মাঝে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার লিফলেট বিতরণ ও মতবিনিময় করেছে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির।
এসময় কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি সোহেল রানাসহ উপস্থিত ছিলেন জেলা ছাত্র দলের আহব্বায়ক মেহেদী হাসান, সদস্য সচিব কামরুল হাসান, শিবচর উপজেলা ছাত্রদলের আহব্বায়ক ইমতিয়াজ আহমেদ খান তুরাগ, সদস্য সচিব সাইদুর রহমান বেপারী, পৌর ছাত্রদলের আহব্বায়ক সাইদ হাসান শিহাব, সদস্য সচিব রিয়াজ গোমস্তা প্রমুখসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে এ লিফলেট বিতরন কার্যক্রম করা হয়।
কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির বলেন, দীর্ঘদিন পর দেশের মানুষ স্বাধীনতা পেয়েছে। প্রাণ খুলে এখন সবাই কথা বলতে পারে, প্রতিবাদ করতে পারে। আমরা চাই এই ধারা অব্যাহত থাক। তারেক জিয়ার নির্দেশে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা রূপরেখা সাধারন মানুষের কাছে পৌছে দিচ্ছি।
© দৈনিক বেলা বার্তা