প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024 ইং || প্রকাশের তারিখঃ ২৫ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ইং
বিনা ঘুষে পুলিশে চাকরি পেল ২৬জন তরুন তরুণী
বিনা ঘুষে পুলিশে চাকরি পেল ২৬জন তরুন তরুণী।
সুকমল চন্দ্র বর্মন (পিমল)
জয়পুরহাট। মাত্র ১২০ টাকা খরচে স্বপ্ন পূরণ হলো জয়পুরহাটের ২৬ তরুণ-তরুণীর। কোনো রকম ঘুষ বা তদবির ছাড়াই পুলিশে চাকরি হয়েছে তাদের। মূল্যায়ন হয়েছে মেধা ও যোগ্যতার।
তাদেরই একজন ছোট মুদি দোকানদারের মেয়ে সনি আক্তার জানতে পারেন পুলিশে চাকরি পেতে টাকা লাগে না। পরে আবেদন ফরম পূরণ করে লাইনে দাঁড়িয়ে বাছাইয়ে উত্তীর্ণ হন।
শনিবার রাত ১০টায় জয়পুরহাট পুলিশ লাইন্সে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ফলাফল ঘোষণার পর আনন্দে কেঁদে ফেলেন এ তরুণী। তখন পাশে এসে দাঁড়ান বাবা হাফিজার রহমান।
তিনি বলেন, আমার জীবনের সবচেয়ে খুশির দিন আজ। বিনা পয়সায় আমার মেয়ের চাকরি হইছে। টাকা ছাড়া চাকরি হয়, এটি আজই দেখলাম। সনি আক্তারের বাড়ি জেলার আক্কেলপুর উপজেলার খামার কেশবপুর গ্রামে।
জয়পুরহাট সদর উপজেলার চক জগদীশপুর গ্রামের ভ্যানচালকের ছেলে শাহিদ ইসলাম। মাত্র ১২০ টাকায় পুলিশ কনস্টেবল পদে চাকরি হয়েছে তার। নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই আবেগাপ্লুত শাহিদ ইসলাম। সনি আক্তার ও শাহিদ ইসলামের মতো ২৬ জন শুধুমাত্র মেধা ও যোগ্যতায় মাত্র ১২০ টাকায় পুলিশে চাকরি পেয়েছেন।
নতুন চাকরি পাওয়া এই তরুণ-তরুণীদের পরীক্ষার চূড়ান্ত ফল ঘোষণা করেন জেলা পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব। এ সময় তাদের ফুল দিয়ে বরণ করে নেন জেলা পুলিশ সুপার।
© দৈনিক বেলা বার্তা