প্রিন্ট এর তারিখঃ Jan 9, 2025 ইং || প্রকাশের তারিখঃ ২৫ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ইং
নওগাঁয় বাসের চাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত, আহত ২
সাইফুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি :
নওগাঁয় যাত্রীবাহী বাসের চাপায় চার্জার ব্যাটারি চালিত ভ্যান যাত্রী সাত মাসের অন্তঃসত্ত্বা এক নারী নিহত হয়েছেন। এদূটনায় আহত হয়েছেন আরো দু'জন। মর্মান্তিক এসড়ক দূর্ঘটনাটি ঘটেছে সোমবার ২৫ নভেম্বর দুপুর পনে ১টারদিকে নওগাঁ টু পত্নীতলা সড়কের বদলগাছী উপজেলা সদর এলাকায়।
পুলিশ জানায়, নিহত নারীর নাম সঞ্জিতা রানী (১৮)। তিনি বদলগাছী উপজেলা সদর ইউনিয়নের ভাতসাইল গ্রামের যতিন ওরফে হিটলার এর স্ত্রী। আর আহত দু'জন হলেন, একই ইউনিয়নের চাকরাইল গ্রামের আলতাব হোসেন (৬৫) এবং ভাতসাইল গ্রামের চরমন বালা (৫০)। নিহত নারী এবং আহতরা সবাই চার্জার ব্যাটারী চালিত ভ্যানের যাত্রী বলে জানিয়েছেন উদ্ধারকারী ফায়ার সার্ভিস কর্মীরা।
স্থানীয় সূত্র জানায়, পত্নীতলা উপজেলার নজিপুর থেকে বদলগাছী হয়ে নওগাঁ যাচ্ছিল যাত্রীবাহী বাস (চট্ট মেট্টো 'ব' ৫৭৩৪)। আর ভ্যানটি বদলগাছী সদর থেকে যাত্রী নিয়ে ভাতসাইল গ্রামে যাচ্ছিল। পথে আপেল শো-রুমের সামনে পৌছালে এসময় যাত্রীবাহী বাসের ধাক্কালেগে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এতে দূর্ঘটনাস্থলে এক নারীর মৃত্যু হয় এবং দু'জন গুরুতর আহত হয়। স্থানিয়রা আরো বলেন, যেখানে দূর্ঘটনাটি ঘটেছে সেখানে রাস্তাটি দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা তৈরী হয়েছিলো। এমনকি ইট দেওয়ার ফলে রাস্তাটি উঁচু নিচু হয়ে আছে। সড়ক বিভাগ এবং ঠিকাদারী প্রতিষ্ঠানের নজরদারী'র অভাব ও ধীরগতিতে কাজ হওয়ায় এমন দূর্ঘটনা প্রায় ঘটছে বলেও জানান তারা।
উদ্ধার কাজে অংশ নেওয়া বদলগাছী ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার রেজাউল করিম বলেন, দূর্ঘটনার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পৌছে এক জনকে মৃত এবং ভ্যানের চালক সহ দু' জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। এক নারীর মৃত্যুর সত্যতা নিশ্চিত করে
বদলগাছী থানার অফিসার ইনচার্জ শাহজাহান আলী বলেন, এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে এছাড়া আইনানুগ পদক্ষেপ পক্রিয়াধীন রয়েছে।
© দৈনিক বেলা বার্তা