প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024 ইং || প্রকাশের তারিখঃ ২৬ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ইং
বাগেরহাটে অটোমিল থেকে চুরি হলো ৩৮০ বস্তা চাল ।
এম মোহাম্মদ ওমর।
জেলা প্রতিনিধি বাগেরহাট।
বাগেরহাটের রামপালে একটি চাল মিল থেকে ৩৮০ বস্তা চাল দুর্বৃত্তরা নিয়ে গেছে। রবিবার গভীর রাতে রামপাল উপজেলার ভাগার রোকেয়া মিনি অটো চাল কলে এই চাল চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার রামপাল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন চাল কল মালিক শেখ মারুফ। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত শুরু করেছে।
ক্ষতিগ্রস্থ মিল মালিক বলেন, গভীর রাতে দুর্বৃত্তরা এসে সিসি ক্যামেরা ও লাইট ভেঙ্গে এবং তালা কেটে চাল কলের মধ্যে প্রবেশ করে। মিলে এক হাজার বস্তার বেশি চাল ছিল। এর মধ্যে ২৫ কেজি ওজনের ৩৮০ বস্তা চাল নিয়ে গেছে চোর চক্রটি। যার দাম ৪ লক্ষ ৫০ হাজার ৮২০ টাকা। থানায় অভিযোগ দিয়েছি, আমি যেভাবে হোক চাল ফিরে চাই।
রামপাল থানার ওসি সেলিম রেজা বলেন, চাল চুরির বিষয়টি খুবই গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। ইতোমধ্যে চাল কল মালিকের অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।
© দৈনিক বেলা বার্তা