প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024 ইং || প্রকাশের তারিখঃ ২৭ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ইং
নাটোরে ছাত্রলীগ বলে মারপিট অতপর পুলিশের কাছে হস্তান্তর।
মোঃ ইমরান আহমেদ
নিজস্ব প্রতিবেদক নাটোর।
নাটোরে মারধর করে সাদ্দাম হোসেন (১৭) নামে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের এক ছাত্রকে পুলিশে দিয়েছে ছাত্র জনতা।
সাদ্দাম হোসেন নাটোর শহরের আলাইপুরের গোলাম মুক্তারের ছেলে।
ঘটনাস্থলে দেখা যায় সাদ্দাম হোসেনকে শিলা মিষ্টান্ন ভান্ডার এর পাশে একটি ওষুধের দোকানে বসিয়ে রেখেছে কয়েকজন ব্যক্তি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাদ্দাম হোসেন শহরের শিলা মিষ্টান্ন ভান্ডারের পাশ দিয়ে যাচ্ছিল এ সময় সাদ্দাম কে দেখে কিছু ছেলেপেলে তাকে তাকে ছাত্রলীগ বলে আক্রমণ শুরু করে এবং বেধড়ক মারপিট করে।
এসময় পার্শ্ববর্তী দোকানদাররা এগিয়ে এসে তাকে রক্ষা করে তাদের দোকানে বসিয়ে রাখে।
সাদ্দাম কে আক্রমণ করা ছেলেপেলেদের পরিচয় জানা যায়নি।
পাশে দাঁড়িয়ে থাকা উত্তেজিত আক্রমণকারীরা বলছিল চারে আগস্টে সাদ্দাম তাদের উপর আক্রমণ করেছে এবং সে নাটোরের এমপি শিমুলের সহযোগী।
এ সময় সাদ্দামের পিতা মুক্তার অভিযোগ করে বলেন
যারা আমার ছেলেকে মেরেছে তারাই ছাত্রলীগ ছিল এখন তারা ঘোল পাল্টিয়েছে।
© দৈনিক বেলা বার্তা