প্রিন্ট এর তারিখঃ Dec 22, 2024 ইং || প্রকাশের তারিখঃ ২৮ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ইং
উচ্চশিক্ষায় অস্ট্রেলিয়ায় পাড়ি জমাবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিমু
উচ্চশিক্ষায় অস্ট্রেলিয়ায় পাড়ি জমাবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী কালাইয়ের শিমু।
সুকমল চন্দ্র বর্মন (পিমল)
কালাই, জয়পুরহাট।
রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্বর্ণ পদক পাওয়া জয়পুরহাটের মেধাবী শিক্ষার্থী শারমিন সুলতানা শিমু এবার অস্ট্রেলিয়ায়ার এর বেশ কিছু স্বনামধন্য প্রথম সারির বিশ্ববিদ্যালয়ে Doctor of Philosophy (PhD) degree গ্রহণের জন্য Full Funded Scholarship (সম্পূর্ণ বিনা খরচে পড়াশোনা, গবেষণা এবং শিক্ষা বৃত্তি) অর্জন করেছেন। ৩/৪ বছর মেয়াদি এসব Scholarship এ তিনি প্রায় ১ কোটি টাকার উপরে শিক্ষা বৃত্তি পাবেন।
শিমু জয়পুরহাট জেলার কালাই উপজেলার কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক আমজাদ হোসেনের
কনিষ্ঠ কন্যা ।
শারমিন সুলতানা শিমু কালাই ময়েন উদ্দিন সরকারী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি (গোল্ডেন জিপিএ ৫), বগুড়া সরকারী আজিজুল হক কলেজ থেকে এইচএসসি (গোল্ডেন জিপিএ ৫) পাশ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগ থেকে বিএসসি (সম্মান) পরীক্ষায় প্রথম শ্রেণিসহ প্রথম স্থান (৩.৯৫) অধিকার করায় প্রফেসর ড. নাসিমা জোয়ার্দ্দার স্বর্ণপদক ও বৃত্তি লাভ করেন তিনি।
রাবির মেধাবী কৃতি শিক্ষার্থী শিমুর গ্রামের বাড়ি কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নে। শিক্ষক বাবার আদর্শে অনুপ্রাণিত শিমু সব কিছু ঠিক থাকলে বড় মানের গবেষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার মাধ্যমে দেশের জন্য সন্মান বয়ে আনার লক্ষ্যে সামনে জানুয়ারিতে অস্ট্রোলিয়ার পথে পারি জমাবেন তিনি।
© দৈনিক বেলা বার্তা