প্রিন্ট এর তারিখঃ Dec 22, 2024 ইং || প্রকাশের তারিখঃ ২৯ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ইং
রামপালে ৫ হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
রামপালে ৫ হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান। জেলা প্রতিনিধি বাগেরহাট।
এম মোহাম্মদ ওমর।বাগেরহাটের রামপালে খালেদা জিয়া ফ্রি মেডিকেল ক্যাম্পে ৫ হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার উজলকুড় ইউনিয়নের কামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে করেন বিএনপির কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীমের উদ্যোগে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।
সকালে ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, বাগেরহাটের পুলিশ সুপার তৌহিদুল আরিফ, বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক আকরাম হোসেন তালিম, সদস্য সরদার অজিয়ার রহমান, রামপাল উপজেলা বিএনপির আহবায়ক শেখ হাফিজুর রহমান তুহিন প্রমূখ।
দিনব্যাপি মেডিকেল ক্যাম্পে ১৮ জন বিভিন্ন চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করেন। আয়োজকদের পক্ষ থেকে রোগীদের বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।
© দৈনিক বেলা বার্তা