প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024 ইং || প্রকাশের তারিখঃ ২৯ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ইং
নওগাঁয় বাসের চাপায় যুবকের মৃত্যু
নওগাঁয় বাসের চাপায় যুবকের মৃত্যু
সাইফুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি :
নওগাঁর বদলগাছীতে যাত্রীবাহী বাস চাপায় দূর্ঘটনাস্থলেই নাঈম হোসেন (১৮) নামে এক যুবকের মর্মান্তিক ভাবে মৃত্যু হয়েছে। এ সড়ক দূর্ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে নওগাঁর বদলগাছী উপজেলার পল্লী বিদ্যুৎ সাব স্টেসন এলাকায়। নিহত যুবক নাঈম হোসেন বদলগাছী উপজেলার সাদিসপুর গ্রামের মনজুর রহমানের ছেলে। স্থানিয় সুত্র জানায়, যুবক নাঈম হোসেন মোটরসাইকেল যোগে ঘটনাস্থলে পৌছালে এসময় বিপরীদ দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে সংঘর্ষ ঘটে এবং মোটরসাইকেলটি বাসের নিচে চাপাপড়ে। এতে দূর্ঘটনাস্থলেই নাঈম হোসেনের মৃত্যু হয়। বাসের চালক দূর্ঘটনা স্থলে বাস রেখে পালিয়ে যায়। বাসের চাপায় মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন বদলগাছী থানার অফিসার ইনচার্জ শাহজাহান আলী।
© দৈনিক বেলা বার্তা