প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024 ইং || প্রকাশের তারিখঃ ২৯ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ইং
নওগাঁয় ফেন্সিডিলসহ আটক ১
নওগাঁয় ফেন্সিডিলসহ আটক ১
সাইফুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি :
নওগাঁয় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৪৮ বোতল ফেন্সিডিল সহ একজন আটক। সত্যতা নিশ্চিত করে নওগাঁর অতিরিক্ত জেলা পুলিশ সুপার গাজিউর রহমান জানান, নওগাঁ জেলা পুলিশ সুপার মোঃ কুতুব উদ্দিন (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মহোদয় এর সরাসরি তত্ত্বাবধানে নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এস আই মোফাজ্জল হোসেনের নের্তৃত্বে চৌকস টিম শুক্রবার ২৯ শে নভেম্বর বেলা ২টারদিকে নওগাঁর নিয়ামতপুর থানাধীন আড্ডা বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে ৪৮ বোতল ফেন্সিডিল ও একটি মাইক্রোবাস সহ নাহিদ হাসান (৩২) নামে একজন কে আটক করেন। আটককৃত
নাহিদ হাসান হলেন, নওগাঁর নিয়ামতপুর উপজেলার আড্ডা বাজার এলাকার মৃত ময়েন উদ্দিনের ছেলে। তিনি আরো জানান, এঘটনায় নওগাঁর নিয়ামতপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
© দৈনিক বেলা বার্তা