প্রিন্ট এর তারিখঃ Jan 10, 2025 ইং || প্রকাশের তারিখঃ ০৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ইং
"সার্বভৌমত্ব রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে"
মোঃ ইমরান আহমেদ
নিজস্ব প্রতিবেদক।
বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। হিন্দুস্থানের লোকজন কোনো কারণ ছাড়াই প্রপাগান্ডা ছড়িয়ে দেশের হিন্দু-মুসলিম সম্পীতি নষ্টের পায়তারা করছে। ভারতীয় সন্ত্রাসীরা প্রকাশ্যে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনারের কার্যালয়ে হামলা করেছে। আমাদের জাতীয় পতাকা পুড়িয়ে দিয়েছে। এসব কর্মকান্ড দুঃখজনক। এগুলো মেনে নেওয়ার মতো নয়।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে নাটোর শহরের কানাইখালি বাস মালিক সমিতির সামনে আয়োজিত নিহত নাটোর পৌর ছাত্রদলের যুগ্ম সম্পাদক সুজনের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আন্তর্জাতিক আইনে যেকোনো দেশের হাইকমিশন কার্যালয়ের নিরাপত্তা দেওয়া সেই দেশের দায়িত্ব। ভারত সরকার তা পালনে ব্যর্থ হয়েছে। উলটো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বাংলাদেশে শান্তিরক্ষা মিশন পাঠানোর মতো হাস্যকর কথা বলেছেন।
দুলু বলেন, স্বাধীনতার পর যেকোনো সময়ের চেয়ে বর্তমানে দেশের সনাতন ধর্মের মানুষরা ভালো আছেন। নিরাপদে আছেন। এখানে কোন হামলা নির্যাতনের ঘটনা ঘটছে না। অথচ ভারতের কিছু মিডিয়ায় মিথ্যা সংবাদ প্রচারের মাধ্যমে উসকানি দিয়ে হচ্ছে। দেশের মানুষ সব সময় হিন্দু মুসলমান বৌদ্ধ খিস্টান সকলে মিলে মিশে বসবাস করে।
দুলু আরও বলেন, দেশকে এগিয়ে নিতে হলে ঐক্যের বিকল্প নেই। দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মারুফুল ইসলাম সৃজনের সঞ্চালনায় স্মরণ সভায় বিশেষ অতিথি ছিলেন, নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, কাজী শাহ আলম, সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুল, নাটোর পৌর বিএনপির আহ্বায়ক এমদাদুল হক আল মামুন, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, স্বেচ্ছাসেবক দল সভাপতি আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
© দৈনিক বেলা বার্তা