প্রিন্ট এর তারিখঃ Dec 22, 2024 ইং || প্রকাশের তারিখঃ ০৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ইং
কক্সবাজারে অস্ত্রসহ ছিনতাইকারী চক্রের ৫ সদস্য আটক
নুরুল ইসলাম কক্সবাজার
কক্সবাজারে পুলিশের এক অভিযানে পাঁচজন সদস্যের একটি ছিনতাইকারী চক্র ধরা পড়েছে। তাদের কাছ থেকে চারটি ধারালো ছুরি এবং একটি টমটম অটোরিক্সা উদ্ধার করা হয়েছে।আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) ভোর সকাল ৫ টায় কক্সবাজার শহরের ঈদগাঁ ময়দান সংলগ্ন তিন রাস্তার মোড়ে শহর পুলিশ ফাঁড়ির এসআই(নিঃ) সৌরভ বড়ুয়ার নের্তৃত্বে একটি টহল দল এই চক্রটিকে আটক করে।
গ্রেপ্তারকৃত ছিনতাইকারীদের মধ্যে রয়েছে মোঃ সাহেদ হোসেন (১৮), মোঃ রহিম (১৯), মোঃ রাকিব (১৯), শহীদ হোসাইন (২৫) এবং মোঃ আব্দুর রহিম (১৬)। তাদের মধ্যে মোঃ সাহেদ, মোঃ রহিম এবং মোঃ রাকিব কক্সবাজার পৌরসভার সমিতি পাড়ার বাসিন্দা। শহীদ হোসাইন কক্সবাজারের চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের হাসপাড়ার বাসিন্দা এবং মোঃ আব্দুর রহিম মহেশখালী উপজেলার কুতুবজোম চর পাড়ার বাসিন্দা।
তাদের কাছ থেকে চারটি ধারালো ছুরি এবং একটি টমটম অটোরিক্সা উদ্ধার করা হয়। এবং সেখান থেকে ৫ ছিনতাইকারী গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, এই চক্রটি কক্সবাজার শহরে এবং আশপাশের এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটাতে জড়িত ছিল।
কক্সবাজার জেলার এসপি মুহাম্মদ রহমত উল্লাহ জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি আরও জানান, এই গ্রুপটি কতদিন ধরে ছিনতাইয়ের কাজে জড়িত আছে তা খতিয়ে দেখা হচ্ছে।
© দৈনিক বেলা বার্তা