প্রিন্ট এর তারিখঃ Dec 22, 2024 ইং || প্রকাশের তারিখঃ ০৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ইং
দ্রব্য মূল্যের নিয়ন্ত্রণের দাবীতে বরগুনায় মানববন্ধন স্মারকলিপি
মোঃ শাহজালাল, বরগুনাঃ
দ্রব্য মূল্যের নিয়ন্ত্রণ ও অসাধু দূর্নীতিবাজ ব্যবসায়িদের আইনের আওতায় আনার দাবীতে বরগুনায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সকালে কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর আয়োজনে বরগুনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির কাছে দাবি পেশ করা হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর বরগুনা জেলা শাখার সভাপতি জাকির হোসেন মিরাজ, বরগুনা প্রেসক্লাবের সভাপতি এ্যাড গোলাম মোস্তফা কাদের, সাধারণ সম্পাদক জাফর হোসেন হাওলাদার, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি এ্যাড সোহেল হাফিজ, অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি আবু জাফর সালেহ, প্রিন্ট মিডিয়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম টিটু প্রমুখ।
বক্তারা দ্রুত দ্রব্য মূল্যের নিয়ন্ত্রণের দাবী সহ অসাধু দূর্নীতিবাজ সকল ব্যবসায়িদের আইনের আওতায় আনার দাবী জানান।
© দৈনিক বেলা বার্তা