প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024 ইং || প্রকাশের তারিখঃ ০৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ইং
চাঁদপুরে বামগণতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
বাসুদেব সরকার, চাঁদপুর জেলা প্রতিনিধি:
ভারতে বাংলাদেশ হাইকমিশনে হামলা, উভয় দেশে জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার দাবিতে চাঁদপুরে বামগণতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বুধবার (৪ ডিসেম্বর) বিকেল ৪টায় শহরের চিত্রলেখার মোড়, শপথ চত্বর ও পালবাজার মোড়ে এই বিক্ষোভ ও সমাবেশ হয়। প্রত্যেকটি স্পটে মিছিলসহকারে অবস্হান নেয়া হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা কমিটির সভাপতি কমরেড জাকির হোসেন মিয়াজী। বক্তব্য রাখেন, জেলা বাসদের সমন্বয়ক কমরেড শাহজাহান তালুকদার, চাঁদপুর জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড জাহাঙ্গীর হোসেন। একাত্মতা জানিয়ে বক্তব্য রাখেন সাম্যবাদী আন্দোলনের জেলা সমন্বয়ক কমরেড আজিজুর রহমান। সমাবেশ পরিচালনা করেন জেলা বাসদ সদস্য কমরেড জিএম বাদশা।
সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি ভারতে বাংলাদেশ হাইকমিশনে হামলা করা হয় এবং জাতীয় পতাকা অবমাননা করা হয়। এর রেশ ধরে বাংলাদেশেও ভারতের জাতীয় পতাকা অবমাননা করা হয়। উভয় দেশের ধর্মীয় উগ্রবাদীদের এহেন কর্মকাণ্ড ঘৃণিত ও ন্যাক্কারজনক কাজ। এর ফল নৈরাজ্য ও অরাজকতা ছাড়া কিছুই নয়। অবিলম্বে উভয় দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সরকার ও জাতিসংঘের প্রতি আহ্বান জানান। উভয় দেশের জনগণের মধ্যে দৃঢ ঐক্যের জন্য জনগণকে অনুরোধ করেন।
বক্তারা আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি কোনভাবেই বিনষ্ট হতে দেয়া যাবে না। মহান মুক্তিযুদ্ধের অন্যতম মূলনীতি 'অসাম্প্রদায়িকতা'। যা ৭২'র সংবিধানে আছে। এ চেতনা বিনষ্ট হওয়া মানেই বাংলাদেশ-ভারতে অশান্তি নেমে আসা এবং নতুন ফ্যাসিস্ট জন্ম দেয়া। এটা কোনভাবেই করা যাবে না। তাই ধর্মীয় উগ্রবাদীদের বিরুদ্ধে আমাদের সোচ্চার থাকতে হবে। পাশাপাশি মানুষের জানমালের নিরাপত্তার জন্য আমাদের লড়াই চালিয়ে যেতে হবে এবং অর্থনৈতিক মুক্তির জন্য শ্রমজীবীদের মাধ্যমে গণবিপ্লব রচনা করতে হবে।
© দৈনিক বেলা বার্তা