প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024 ইং || প্রকাশের তারিখঃ ০৬ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ইং
ক্ষেতলালে হিন্দা উচ্চ বিদ্যালয়ের বেহাল অবস্থা।
সুকমল চন্দ্র বর্মন (পিমল)
জয়পুরহাট ।
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার হিন্দা উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণের বেহাল অবস্থা। বিদ্যালয়ের দক্ষিণ দিকে বিদ্যালয় মাঠের কিছু জায়গার উপরে মাঠ থেকে ধান কেটে এনে রাখা হয়েছে আবার কিছু জায়গায় দেখা যায় কে বা কারা চাটি বিছায়ে সিদ্ধ ধান শুকাচ্ছে, বিদ্যালয়ের মাঠের পূর্ব দিকে বিশাল বড় ২ টি খড়ের পালা স্থায়ীভাবে রাখা হয়েছে। সব মিলিয়ে এতে বিদ্যালয়টির পরিবেশ নষ্ট হচ্ছে। উক্ত বিদ্যালয়ের পাশেই বাজার, বাজারের লোকজনের কাছ থেকে জানা যায় আলু ও ধানের মৌসুমে প্রত্যেক বছরই বিদ্যালয়ের মাঠ খালি থাকে না।বাসা বাড়ির আঙ্গিনার মতো ব্যবহার করা হয়, ধান কেটে এনে মাঠে রাখা হয় এবং বিদ্যালয় চলাকালীন মেশিন দ্বারা ধান মাড়াই করা হয়। মেশিনের বিকট শব্দে শিক্ষার্থীদের পাঠদানে ব্যাহত হয়। শিক্ষার্থীদের বিদ্যালয়ের মাঠে খেলাধুলা করতে সমস্যা হয়।বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাথে এ বিষয়ে জানতে চাওয়া হলে তারা জানান ওনাদের লোকজন এবং ওনাদের সহযোগিতায় অত্র বিদ্যালয়ের মাঠ ব্যবহৃত হয় তাই তারা কিছু বলেন না। ওই বিষয়ে শিক্ষক কে জিজ্ঞাসা করলে শিক্ষক বলেন এ ব্যাপারে আমরা খুবই অসহায় কিছু বলতে পারব ন। উক্ত হিন্দা উচ্চ বিদ্যালযের মাঠে ধান কেটে এনে রাখার পর মেশিন দ্বারা ধান মাড়াই, সিদ্ধ ধান এনে বিদ্যালয় মাঠে চাটি বিছায়ে ধান শুকানো, আলুর মৌসুমে মাঠে আলু রেখে কেনাবেচা না করার জন্য এলাকাবাসী জোর দাবি জানিয়েছেন এবং প্রশাসনের সু দৃষ্টি কামনা করেছেন।
© দৈনিক বেলা বার্তা