প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024 ইং || প্রকাশের তারিখঃ ০৮ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ইং
মাটিরাঙ্গায় 'বাঁশরী ওয়াদুদ' ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
জেলা প্রতিনিধি,খাগড়াছড়ি:মোঃ জসিমউদ্দিন/মুজিবুর রহমান ভূঁইয়া
বর্ণিল আয়োজন ও উৎসবমুখর পরিবেশে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শুরু হয়েছে 'বাঁশরী ওয়াদুদ' ফুটবল টুর্নামেন্ট।মাটিরাঙ্গা ফুটবল এসোসিয়েশন'এটর্নামেন্টের আয়োজন করে।
রোববার (৮ডিসেম্বর)বিকালে মাটিরাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বেলুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে.কর্ণেল মো. কামরুল হাসান।
এসময় মেজর শাহরিয়ার, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. তফিকুল ইসলাম তৌফিক,পুলিশপরিদর্শক (তদন্ত) মো.শরীফ, মাটিরাঙা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল,মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারন সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, মাটিরাঙ্গা উপজেলা যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন সরকার ও মাটিরাঙ্গা ফুটবল এসোসিয়েশনের আহবায়ক মো.গিয়াস উদ্দিন ছাড়াও উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন ক্রীড়া সংগঠন, ক্রীড়া কর্মকর্তাসহ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
যুবক ও কিশোরদের মাঠে ফেরানোর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মো. কামরুল হাসান বলেন, ক্রীড়া টর্চার মাধ্যমে পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনির্মানে সম্ভব। মাদকমুক্ত সমাজ গঠনে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্ট ভুমিকা রাখবে। এ অঙ্গনকে বাঁচিয়ে রাখলে মাদকসেবী ও সন্ত্রাসী তৈরি হবেনা।
জেলা ও উপজেলার ১২ টি দল অংশগ্রহণে টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় বিয়াবাঁশি ফুটবল একতা'র মুখোমুখি হয় হাতিয়াপাড়া যুব উন্নয়ন ক্লাব। প্রতিদ্বন্ধিতাপুর্ণ খেলায় গোল শুন্য ড্র করে প্রতিদ্বন্ধী বিয়াবাঁশি ফুটবল একতা ও হাতিয়া পাড়া যুব উন্নয়ন ক্লাব। টুর্নামেন্টের প্রথম পর্ব লীগ পদ্ধতিতে ও সুপার এইট পর্ব নক আউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।
© দৈনিক বেলা বার্তা