প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024 ইং || প্রকাশের তারিখঃ ১১ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ইং
যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ১, আহত অন্তত ১০
সাইফুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি :
নওগাঁয় ঘন কুয়াশার মধ্যে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে খাদে পড়ে রুবিনা বেগম (৫৪) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এদূর্ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো ১০ জন যাত্রী। আহতদের মধ্যে
এক জনের অবস্থা আশঙ্কা জনক বলে জানা যায়। এঘটনাটি ঘটে বুধবার সকাল সারে ৮ টারদিকে নওগাঁ টু পোরশা সড়কের পোরশা উপজেলার শিশা বাজারের পাশে এলাকায়। নিহিত নারী রুবিয়া বেগম পোরশা উপজেলার আমদা গ্রামের মোহাম্মদ জিল্লুর রহমানের স্ত্রী।
স্থানীয়রা জানান, পোরশার নিতপুর থেকে যাত্রী নিয়ে বাসটি নওগাঁ জেলা শহরের যাচ্ছিল। পথে ঘন কুয়াশার কারণে বাসটি শিশা বাজার পার হয়ে মাটিন্দর ব্রীজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে একজন নিহত ও অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।
এব্যাপারে পোরশা থানা ইনচার্জ শাহিন রেজা বলেন, এ ঘটনায় একজন নিহত এবং কয়েক জন আহত হয়েছেন। আহতদেরকে উদ্ধার করে পোরশা উপজেলা কমপ্লেক্স এ ভর্তি করানো হয়েছে। নিহত ব্যক্তির পক্ষের কোন অভিযোগ না থাকায় মৃতদেহ ময়না তদন্ত না করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
© দৈনিক বেলা বার্তা