প্রিন্ট এর তারিখঃ Jan 10, 2025 ইং || প্রকাশের তারিখঃ ১১ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ইং
গভীর নলকূপের মিটার চুরির প্রতিবাদে কৃষকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ
কালাইয়ে গভীর নলকূপের মিটার চুরির প্রতিবাদে কৃষকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ।
সুকমল চন্দ্র বর্মন (পিমল)
কালাই, জয়পুরহাট।
আলু সেচের মৌসুম চলছে। কৃষকরা মাঠের মধ্যে গভীর ও অগভীর নলকূপের বৈদ্যুতিক সংযোগ নিয়ে মিটার ও ট্রান্সফরমার চুরি ঠেকাতে রাতে মাঠেই রাত্রি যাপন করছেন। এরইমধ্যে জয়পুরহাটের কালাই উপজেলার পুনট মাঠে মঙ্গলবার দিবাগত রাতে তিনটি গভীর নলকূপের মিটার চুরি করে নিয়ে গেছে চোরেরা। রাতেই পুলিশকে জানানো হলেও তারা কোনো গুরুত্ব না দেওয়ায় বুধবার সকালে গভীর নলকূপের মালিক ও কৃষকরা কালাই উপজেলার পুনট-শান্তিনগর রাস্তার মাথায় জয়পুরহাট-বগুড়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। প্রায় এক ঘন্টা ধরে চলে এ অবরোধ কর্মসূচী। এতে মহাসড়কের দুইপাশে প্রায় শতাধীক যানবাহন আটকা পড়ে।
চুরি যাওয়া গভীর নলকূপের মালিকদের সাথে কথা বলে জানা যায়, বেশ কয়েকদিন ধরে উপজেলার বিভিন্ন মাঠে গভীর ও অগভীর নলকূপের মিটার ও ট্রান্সফরমার চুরি হচ্ছে। পুলিশ এ পর্যন্ত চক্রের একজন সদস্যকেও গ্রেফতার করতে পারেনি। পল্লীবিদ্যুৎ অফিসে গিয়েও নানা ঝামেলায় পড়তে হচ্ছে মালিকদের। তাইতো আমরা নিজেরাই এই শীতে মাঠের মধ্যে মিটার ও ট্রান্সফরমার চুরি আতঙ্কে রাত্রী যাপন করছি। তারপরও চুরি ঠেকাতে পারছি না। গত রাতে পুনট পূর্বপাড়া মাঠ থেকে শাহজাহান আলী, সরদারপাড়া মাঠ থেকে আজিজার রহমান ও সড়াইল মাঠ মিলে তিনজনের গভীর নলকূপের মিটার ও সিভার তার চুরি করে নিয়ে যায় চোরেরা। রাতে পুলিশকে খবর দেওয়া হলেও পুলিশ ঘটনাস্থলে আসেনি। জনমনে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠেছে । সকালে কৃষকরা মাঠে এসে সেচ দিতে না পেরে ঘুরে গিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।
© দৈনিক বেলা বার্তা