প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024 ইং || প্রকাশের তারিখঃ ১৫ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ইং
পুলিশ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৪ নেতাকে আটক
মাসুদ রানা লাল পুর উপজেলা প্রতিনিধি নাটোরের লালপুরে পুলিশ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৪ নেতাকে আটক করে আদালতে পাঠিয়েছে। নিবার (১৪ডিসেম্বর) রাতে উপজেলার রহিমপুর, চাঁদপুর ও কচুয়া এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।
গ্রেফতারকৃতরা হলেন, রহিমপুর গ্রামের মল্লুক চাঁদের ছেলে বিলমারিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দীন (৩৬), রহিমপুর গ্রামের মোঃ হকমান আলীর ছেলে বিলমারিয়া ইউনিয়ন ছাত্র লীগের সাধারণ সম্পাদক মোঃ জনি আলী (২৮), চাঁদপুর গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে কদিমচিলান ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোঃ মুক্তাদুর (৩৫), কচুয়া গ্রামের মৃত রমজানের ছেলে আরবাব ইউনিয়নের ৭ং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ আকরাম হোসেন (৫৪)। লপুর থানা পুলিশ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৪ নেতাকে একটি নিয়মিত মামলায় গ্রেফতার করেন।
রবিবার গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুজ্জামান জানান, লালপুর থানার একটি নিয়মিত মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৪ নেতাকে গ্রেফতার করে রবিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
© দৈনিক বেলা বার্তা