প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024 ইং || প্রকাশের তারিখঃ ১৬ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ইং
মহান বিজয় দিবস উপলক্ষে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন।
কালাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন।
সুকমল চন্দ্র বর্মন (পিমল)
কালাই, জয়পুরহাট।
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে কালাই উপজেলা প্রশাসন দিনভর নানা কর্মসূচীর আয়োজন করেছেন। বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের স্মরণে শহীদ স্মৃতি সৌধে পুষ্প স্তবক অপর্ণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
কালাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান ও বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ। এরপর শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা সংসদ, কালাই থানা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি, কালাই সরকারী মহিলা কলেজ, কালাই ডিগ্রী কলেজ, বাংলাদেশ স্কাউট, তালুকদার ল চেম্বার’স, কালাই উপজেলা ছাত্রদল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সামাজিক সংগঠন।
শ্রদ্ধা নিবেদনের প্রাক্কালে শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ শেষে বিশেষ মোনাজাত করা হয় এবং দিনের অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য সবাইকে আহ্বান জানানো হয়।
© দৈনিক বেলা বার্তা