প্রিন্ট এর তারিখঃ Jan 9, 2025 ইং || প্রকাশের তারিখঃ ১৬ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ইং
বরগুনায় মহান বিজয় দিবস পালিত
বরগুনায় মহান বিজয় দিবস পালিত
মোঃ শাহজালাল, বরগুনা:
মহান বিজয় দিবস উপলক্ষ্যে সূর্যোদয়ের সাথে সাথে বরগুনা কালেক্টরেট প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়।
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের পতনের মধ্য দিয়ে বরগুনায় আজ নতুন করে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। এ বছর স্বৈরাচারী শেখ হাসিনার সরকার পতনের পর বরগুনায় নবযাত্রায় নতুন উদ্যম ও উদ্দীপনা নিয়ে দিনটি পালন করা হয়।
সকাল সাতটায় বরগুনা গণকবর স্মৃতিসৌধে রাষ্টের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিদেবন করেন, বরগুনার জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম ও পুলিশ সুপার মো: ইব্রাহিম খলিল। এর পর জেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লার নেতৃত্বে একটি র্যালি শহীদ স্মৃতিসৌধে এসে হাজির হলে লোকারণ্যে পরিণত হয় স্মৃতিসৌধ স্থল। শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ শেষে দোয়া ও মোনাজাত করা হয়। এরপর বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা, মুক্তিযোদ্বা, সচেতন নাগরিক কমিটি (সনাক), সিভিল সার্জন,গণপূর্ত বি়ভাগ, পৌরসভা, জে়লা বিএনপি, জাতীয়তাবাদী মহি়লা দল, বরগুনা প্রেসক্লাব, প্রিন্ট মিডিয়া সাংবাদিক ফোরাম, রিপোর্টার্স ইউনিটি ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের নেতা কর্মীরা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
সাড়ে ৮ টায় কালেক্টরেট প্রাঙ্গণে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জেলা শিল্পকলা একাডেমিতে শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বেলা ১১ টায় বিজয় মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম। পরে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মানে সংবর্ধনা দেওয়া হয়।
মোঃ শাহজালাল
বরগুনা।
© দৈনিক বেলা বার্তা