প্রিন্ট এর তারিখঃ Dec 22, 2024 ইং || প্রকাশের তারিখঃ ১৭ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ইং
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে আলোচনা সভা।
কালাইয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে আলোচনা সভা।
সুকমল চন্দ্র বর্মন (পিমল)
কালাই, জয়পুরহাট।
জয়পুরহাটের কালাই উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার মান উন্নয়নে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (১৭ ডিসেম্বর, ২০২৪) সকাল সাড়ে ১১টায় উপজেলা হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীমা আক্তার জাহান।
সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীমা আক্তার জাহান বলেন, “২০২৫ সালের মধ্যে শিক্ষার মান উন্নয়নে ইংরেজি ও গণিত বিষয়ে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি করতে হবে। প্রতিটি বিদ্যালয়ে পাঠদানের গুণগত মান নিশ্চিত করার জন্য শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব রফিকুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আতিকুর রহমান এবং আব্দুল্লা আল মামুন। এছাড়াও উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা সভায় অংশগ্রহণ করেন।
© দৈনিক বেলা বার্তা