প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024 ইং || প্রকাশের তারিখঃ ১৭ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ইং
পুলিশ বিভাগের মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিলেন বরগুনা জেলা পুলিশ।
পুলিশ বিভাগের মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিলেন বরগুনা জেলা পুলিশ।
মোঃ শাহজালাল, বরগুনা: মহান বিজয় দিবস উপলক্ষে বরগুনা জেলা পুলিশ বিভাগ মুক্তি যুদ্ধে অংশ গ্রহনকারী পুলিশ সদস্য ও পরিবারের সদস্যেদর সংবর্ধনার আয়োজন করে।
মঙ্গলবার (১৭ ডিসেন্বর) সকাল ১১ টায় বরগুনা পুলিশ লাইন মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরগুনার পুলিশ সুপার মোঃ ইব্রাহিম খলিল। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক দীপাঞ্চল পত্রিকার সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, বরগুনা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট গোলাম মোস্তফা কাদের, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাফর হোসেন হাওলাদার,পুলিশ বিভাগের মুক্তি যোদ্ধাদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আঃ রশিদ খান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মতিয়ার রহমান ও বীর মুক্তিযোদ্ধা সামসুল হক। মৃত পুলিশ পরিবারের মধ্যে বক্তব্য রাখেন মোসাঃ জেসমিন খান, মোঃ ফরিদ উদ্দিন হাং ও পপি হাওলাূার। অনুষ্ঠানে ৬৫ জন মুক্তি যোদ্ধা ও পরিবারের সদস্যদের হাতে ফুল ও উপহার সামগ্রী তুলে দেয়া হয়।
মোঃ শাহজালাল
বরগুনা।
© দৈনিক বেলা বার্তা