প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024 ইং || প্রকাশের তারিখঃ ১৮ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ইং
নলডাঙ্গায় শেয়ালের আক্রমণে দুইজন আহত
নলডাঙ্গায় শেয়ালের আক্রমণে দুইজন আহত, স্থানীয়দের উদ্বেগ।
মোঃ ইমরান আহমেদ।
নিজস্ব প্রতিবেদক, নাটোর।
নাটোরের নলডাঙ্গা উপজেলার বাসিলা কাচারিপাড়ায় শেয়ালের আক্রমণে দুইজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৮ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে। আহতরা হলেন কৃষক শরৎচন্দ্র দাস (৭০) এবং ফিরোজ (৪০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শরৎচন্দ্র দাস নিজের বাড়ির আঙিনায় রোদ পোহাচ্ছিলেন। এসময় হঠাৎ একটি শেয়াল তাকে আক্রমণ করে এবং শরীরের বিভিন্ন স্থানে কামড়িয়ে গুরুতর জখম করে। তাকে উদ্ধার করতে গেলে কৃষক ফিরোজকেও শেয়াল আক্রমণ করে এবং শরীরের বিভিন্ন স্থানে কামড়িয়ে আহত করে।
স্থানীয়দের সহযোগিতায় আহতদের প্রথমে নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে সেখানে পর্যাপ্ত চিকিৎসা সুবিধা না থাকায় পরে তাদের নাটোর আধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
নাটোর আধুনিক সদর হাসপাতালের আরএমও ডা. কামাল ভূঁইয়া জানান, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তারা বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন।
এলাকাবাসীরা জানান, সম্প্রতি এলাকায় শেয়ালের উপদ্রব বেড়েছে। এ নিয়ে তারা আতঙ্কিত এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এ ধরনের আক্রমণ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।
© দৈনিক বেলা বার্তা