প্রিন্ট এর তারিখঃ Dec 22, 2024 ইং || প্রকাশের তারিখঃ ২০ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ইং
বাইপাস সড়কের রাস্তার পাশ থেকে এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধার
নওগাঁয় বাইপাস সড়কের রাস্তার পাশ থেকে এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধার
সাইফুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি :
নওগাঁ জেলা সদর উপজেলার বাইপাস সড়কের ২শ গজ উত্তরে ফতেপুর তিলকপুর সড়কের পশ্চিম পাশের ধান চাষের জমি থেকে মামুনুর রশীদ (৪৫) নামের এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধার করেছে নওগাঁ সদর মডেল থানা পুলিশ। শুক্রবার সকালে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে নওগাঁ সদর মডের থানা পুলিশে খবর দেন পথচারীরা।
নিহত মামুনুর রশীদ নওগাঁ পৌরসভার ৬ নং ওয়ার্ডের চকপ্রশাদ গ্রামের মৃত আফছার হোসেনের ছেলে।
নিহতের পরিবার ও থানা সূত্রে জানা যায়, নিহত মামুনুর রশীদ তার স্ত্রী-সন্তান নিয়ে নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর শ্বশুর বাড়িতে থাকতো। গতকাল তার শশুর বাড়ি নজিপুর আলহেরা পাড়া থেকে বিকাল ৫ টারদিকে রওনা হয়ে নওগাঁ শহরে আসেন ট্রাক এর হেলপারী করার উদ্দেশ্যে। এর আগে তিনি ঢাকায় রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করতো। আগে থেকেই বিভিন্ন সময় তিনি মাথা ঘুরে পড়ে যেতো।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক বলেন, সকাল ৯ টার দিকে পথচারীদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের মৃতদেহের প্রাথমিক সুরতহাল প্রতিদেন তৈরির সময় তার শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি তবে নিহতের নাকে হালকা একটু রক্ত পাওয়া গেছে। ময়না তদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
© দৈনিক বেলা বার্তা