প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024 ইং || প্রকাশের তারিখঃ ২১ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ইং
জয়পুরহাট চিনিকলে লোকসান নিয়েই আখ মাড়াই শুরু
জয়পুরহাট চিনিকলে লোকসান নিয়েই আখ মাড়াই শুরু।
সুকমল চন্দ্র বর্মন (পিমল)
জয়পুরহাট প্রতিনিধি।
জয়পুরহাট চিনিকলে শুরু হয়েছে ৬২ তম আখ মাড়াই মৌসুম । গতবারের ৫৩ কোটি টাকা লোকসানের বোঝা মাথাই নিয়েই ২০২৪-২৫ আখ মাড়াই মৌসুম শুরু করলো দেশের বৃহৎ চিনি উৎপাদনকারী প্রতিষ্ঠানটি।
শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে আখ মাড়াই ও চিনি উৎপাদন কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সচিব আনোয়ার কবীর।
জয়পুরহাট চিনিকল চত্বরে এ উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চীফ (সিপিই) গিয়াস উদ্দীন, জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আখলাছুর রহমান, ভারপ্রাপ্ত পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতি, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান, জেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদ, সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন, বিশিষ্ট আখ চাষি ও জেলা চেম্বারের সভাপতি হাকিম মন্ডল, জেলা কৃষক দলের সদস্য সচিব কাজী মনজুরে মওলা পলাশসহ অন্যান্যরা।
এবার চলতি ২০২৪-২৫ মৌসুমে ৩ হাজার ২ একর জমিতে আখের আবাদ হয়েছে। এসব জমির ৫৫ হাজার মেট্রিক টন আখ থেকে ৩ হাজার ২৫ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে চিনিকল কর্তৃপক্ষ।
জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আখলাছুর রহমান জানান, গতবারের চেয়ে এবার আখের মূল্য বৃদ্ধি করা হয়েছে। এবার আখের মূল্য কুইন্টাল প্রতি মিল গেটে ৬০০ টাকা টাকা। বাইরের কেন্দ্রগুলো থেকে ৫৮৭ টাকা দরে আখ কেনা হবে। এছাড়া এবার বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে আখচাষিদের আখের মূল্য পরিশোধের উদ্যোগ নিয়েছে চিনিকল কর্তৃপক্ষ।
© দৈনিক বেলা বার্তা