প্রিন্ট এর তারিখঃ Jan 7, 2025 ইং || প্রকাশের তারিখঃ ২৬ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ইং
আইন- শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
কালাইয়ে উপজেলা আইন- শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
সুকমল চন্দ্র বর্মন (পিমল)
কালাই, জয়পুরহাট।
জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ২৬ ডিসেম্বর ২০২৪ বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহানের সভাপতিত্বে উপজেলা আইনশৃঙ্খলা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলামের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কালাই থানা অফিসার ইনচার্জ জাহিদ হোসেন, সহকারী কমিশনার( ভূমি) কালাই ইফতেখার রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার, কালাই উপজেলা স্বাস্থ্য প, প,কর্মকর্তা ডাক্তার মাহবুব -উল আলম, উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ অরুণ চন্দ্র রায়, কালাই সরকারি মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন, কালাই মডেল প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান, প্রেসক্লাব কালাই এর সভাপতি আতাউর রহমান ও কালাই প্রেসক্লাবের সাধারণ অ্যাডভোকেট নাফিউৎ জামান (ডলার) তালুকদার সহ আরো অনেকে। অত্র সভার সভাপতি ইউ এন ও মহোদয় সমাপনী বক্তব্যে জুয়া খেলা, মাদক সেবন, মাদক ব্যবসা, বাল্যবিবাহ, পুকুর খনন করা মাটি পাকা রাস্তার উপর দিয়ে অন্যত্র নিয়ে যাওয়া বন্ধের ব্যবস্থা নেওয়ার কথা বলেন। এছাড়াও ট্রান্সফরমার,মিটার চুরি, গরু চুরি যাতে না হয় এ ব্যাপারে গ্রামে ডিউটির ব্যবস্থার জন্য এলাকার লোকজনকে সচেতনতা করার কথা জানিয়ে তিনি আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন।
© দৈনিক বেলা বার্তা