প্রিন্ট এর তারিখঃ Jan 5, 2025 ইং || প্রকাশের তারিখঃ ২৯ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ইং
স্ত্রীকে নিয়ে ঘুরতে বের হয়ে আর বাড়ি ফেরা হলোনা!
স্ত্রীকে নিয়ে ঘুরতে বের হয়ে আর বাড়ি ফেরা হলোনা!
জামালপুর: স্ত্রীকে নিয়ে ঘুরতে বের হয়েছিলেন জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের শিক্ষক রাজু আহমেদ। তাঁর স্ত্রী সাদিয়া আক্তার জামালপুর পৌর শহরের বেলটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। দুজনে জামালপুর-ময়মনসিংহ সড়কের নানা জায়গায় ঘুরে বেড়িয়ে বাড়ি ফিরছিলেন। হঠাৎ মোটর সাইকেলের পেছনের আসন থেকে স্ত্রী পড়ে যান। পেছন ফিরে দেখতে গিয়ে গিয়ে নিয়ন্ত্রণ হারায় মোটর সাইকেল। সড়কের পাশে বৈদ্যুতিক পিলারের সঙ্গে ধাক্কা লেগে মাথায় প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হন শিক্ষক রাজু। আহত হন স্ত্রীও। তাদের স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিক্ষক রাজুকে মৃত ঘোষণা করেন। তবে স্বামীর মৃত্যুর খবর এখনো জানেন না আহত স্ত্রী। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে এ তথ্য।
গতকাল শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যার পর জামালপুর সদর উপজেলার মহেশপুর কালিবাড়ি এলাকায় জামালপুর টু ময়মনসিংহ মহাসড়কে ঘটে এ দুর্ঘটনা।
সদর থানার (ওসি) আবু ফয়সাল মো. আতিক বলেন, অন্য গাড়িকে সাইড দিতে গিয়ে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারান ওই শিক্ষক। স্ত্রী পেছনের সিট থেকে পড়ে যান। চালক শিক্ষকের মাথা গিয়ে বৈদ্যুতিক পিলারের সঙ্গে ধাক্কা খেয়ে আঘাতপ্রাপ্ত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল।
তিনি আরও জানান, নিজে নিজেই ঘটেছে এ দুর্ঘটনা। এতে অন্য কারো দায় নেই।
জামালপুর থেকে জাকিরুল ইসলাম বাবু
© দৈনিক বেলা বার্তা